fbpx

Adrit Roy-Oindrila Saha: রিয়েল লাইফে ভাই-বোন! সিডের হাতেই প্রথম রাখি বাঁধল ঐন্দ্রিলা, সম্পর্কের মধুরতায় মুগ্ধ অনুরাগীরা

বড়ো হলুদ সূর্যমুখী রাখি ঐন্দ্রিলা দিয়েছে আদৃতকে। ছোট আদরের বোনকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন সিডি-বয়।

সবচেয়ে পুচকি, হেসে মুচকি,একটু আদরেতে গলে যায়… গিলি গিলি আক্কা,গড প্রমিস বেহেনা তুই চোখের তারা সবকা” মিঠাই প্রেমীরা মনে পড়ে এই গান? বছর ঘুরে আবার সেই বিশেষ দিন ফিরে এল। ‘রাখি’। শুধু টিভি পর্দা নয়, বাস্তবেও চর্চিত ঐন্দ্রিলা- আদৃতের সম্পর্ক। গতবছর নিপাকে উদ্দেশ্য করেই এই গান ধরেছিলেন আদৃত নিজেই। সেটে এমন সুন্দর ভাই বোনের বন্ধন বারবার চোখে পড়েছে দর্শকদের। এমনকী সাক্ষাৎকারেও আদৃত জানায়, ছোট্ট বোন নিপার মতোই আগলে রাখে ঐন্দ্রিলাকে। আর আদুরে ছোট্ট বোনও জানায়, আদৃত দাদার কাছে কিছু চাইতে হয় না, এমনিতেই সব পাওয়া যায়। ধারাবাহিকের বাইরে ভাই-বোনের ভালোবাসার এই বন্ধন ধরে রেখেছে মিঠাইয়ের জনপ্রিয়তা।

img 20220811 184031
আজও ‘অফস্ক্রিন’ দেখা গেল আদৃত- ঐন্দ্রিলার রাখি বন্ধনের ছবি। ছেলেদের ড্রেসিং রুমেই জমিয়ে চলছে রাখি উৎসব, উপহার আদান প্রদান। নিপার বিবাহিত লুকেই রয়েছে ঐন্দ্রিলা। হলুদ শাড়িতে সূর্যমুখীর মতো সেজে রয়েছে ঐন্দ্রিলা আর আদৃত ক্যামেরায় দেখাচ্ছেন রাখি বাঁধা হাত। হাতে রয়েছে একটি ডার্ক চকলেট। নিপার হাতে রয়েছে উপহারের ব্যাগ সম্ভবত সেটা আদৃতের দেওয়া। বড়ো হলুদ সূর্যমুখী রাখি ঐন্দ্রিলা দিয়েছে আদৃতকে। ছোট আদরের বোনকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন সিডি-বয়।

কয়েকদিন পরেই মিঠাই পরিবারের রাখির জমজমাট উৎসব শুরু হবে। ভাই বোনদের জমজমাট রিল লাইফের গান বাজনা আড্ডা সব অপেক্ষা করছে। তবে রিয়েল লাইফের ভাই-বোনের এই মুহূর্ত সবচেয়ে সেরা। মিঠাই পরিবারের নামে ভাঙনের অভিযোগ এলেও, ভাই বোনের এই মিষ্টি ছবি যেন জুড়িয়ে দিচ্ছে সকলের চোখ। মিঠাইয়ের জনপ্রিয়তার কারণও তার একান্নবর্তী পরিবারের অবিচ্ছেদ্য বন্ধন। যত ঝড় ঝাপটা আসুক ‘পজিটিভ’ মন ভাব নিয়েই তারা এগিয়ে গেছে। তবে রিয়েল লাইফেও এমন মিষ্টি মুহুর্ত দেখার অপেক্ষায় থাকে দর্শক।

google-news-icon

লেটেস্ট খবর