fbpx
Monday, October 3, 2022

Jagaddhatri: প্রায় ২ বছর পর ফের জি-বাংলায় ফিরতে চলেছে ‘চারু’,মনে আছে কে এই অভিনেত্রী

প্রত্যুষা সরকার, কলকাতা: বাংলা বিনোদন জগতে একের পর এক ধারাবাহিক যেমন শুরু হয় তেমন শেষও হয়ে যায়। ছোটপর্দায় এই ধারাবাহিক গুলো দিয়েই ইন্ডাস্ট্রি খুঁজে পেয়েছে একাধিক নতুন মুখ। তাঁদের মধ্যে কেউ উঠে যায় অনেক উপরে আবার কেউ একেবারেই হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে। মনে আছে কয়েক বছর আগে জি-বাংলায় সম্প্রচারিত ‘আমার দুর্গা’ ধারাবাহিকের কথা?

সেই সময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘আমার দুর্গা’। সেখানে প্রধান চরিত্র দূর্গার দিদির চরিত্রে অভিনয় করেছিলেন ‘চারু’ ওরফে অভিনেত্রী সঞ্চারি দাস। প্রায় ২ বছর পর ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। এর আগে ২০২০ সালে তাঁকে শেষ দেখা গিয়েছিল সান বাংলায় ‘সর্বমঙ্গলা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে লিড রোলে ছিলেন তিনি।

img 20220807 100509

 

এর আগেই ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতার জেরে নিজের পরিচিত অর্জন করেন অভিনেত্রী সঞ্চারি দাস। ছোটপর্দায় দিয়েই প্রথম অভিনয়ে পর্দাপণ করেন সঞ্চারি। তবে খুব বেশি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। জি বাংলায় ‘আমার দুর্গা’ এবং তারপরে সান বাংলার ‘সর্বমঙ্গলা’ ধারাবাহিকে অভিনয়ের পর টানা ২ বছর পর্দায় ছিলেন না এই অভিনেত্রী। যদিও এর মাঝে জি-বাংলা সিনেমায় বেশ কিছু ছবি করেছেন তিনি।

img 20220807 100631

প্রথম ধারাবাহিক ‘আমার দুর্গা’র পর ফের জি-বাংলার হাত ধরেই ফিরতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে জি-বাংলার নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র প্রথম প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে, বাড়িতে চলছে ‘জগদ্ধাত্রী’ পুজো। চারিদিকে একেবারে হইহুল্লড়, পুজোর তোড়জোড়। ব্যস্ত সবাই। হঠাৎ এক ঝলকে দেখা মিলও সঞ্চারির।

এক ঝলক দেখেই দর্শক চিনতে পেরেছে তাঁকে। মনে পরে গেলও সেই পুরানো ‘চারু’র কথা। তবে ধারাবাহিকে কোন চিরিত্রে অভিনয় করবেন তিনি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ধারাবাহিকের প্রোমো দেখেই ‘জগদ্ধাত্রী’ দেখার জন্য অধিক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে ধারাবাহিক প্রেমিরা। যদিও এখনও ধারাবাহিক কখন শুরু হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

google-news-icon

লেটেস্ট খবর