fbpx
Monday, September 26, 2022
Homeফটো গ্যালারিমাথায় থাকেনি সম্পর্ক! সব ভুলে বাবা-ছেলের সঙ্গে রোম্যান্সে মেতে ছিলেন যে সকল...

মাথায় থাকেনি সম্পর্ক! সব ভুলে বাবা-ছেলের সঙ্গে রোম্যান্সে মেতে ছিলেন যে সকল বলি অভিনেত্রীরা

1
মাধুরী দীক্ষিত :

madhuri dixit (1)

বলিউড খ্যাত কিছু অভিনেত্রী যারা একই সঙ্গে বাবা-ছেলে উভয়ের সঙ্গেই কাজ করেছেন এবং অভিনয়ের অংশ হিসাবে চুটিয়ে প্রেম করেছেন। এই তালিকায় যদি একবার নজর ঘোরানো যায় তা হলে সবার প্রথমেই উঠে আসবে মাধুরী দীক্ষিতের নাম। যিনি বিনোদ খান্না এবং অক্ষয় খান্না উভয়ের সঙ্গেই রোম্যান্স করেছেন। দয়াওয়ানে বিনোদের সঙ্গে এবং মহব্বতে সিনেমায় অক্ষয়ের সঙ্গে।