fbpx

Alia-Ranbir: আলিয়ার কন্ঠে ‘কেসারিয়া’, সঙ্গে রয়েছেন রণবীর! প্রকাশ্যে ‘ব্রক্ষ্মাস্ত্রের’ প্রচার!

প্রকাশ্যে 'ব্রক্ষ্মাস্ত্রে'-র প্রচার আলিয়া-রণবীর-র! জেনে নিন বিশদে

জয়ীতা সাহা, কলকাতা: একেবারে দোড়গোড়ায় দুর্গাপুজো। আর পুজোর আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি ব্রক্ষ্মাস্ত্র। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২২। পুজোর আগেই ছবির মুক্তিতে খুশি দর্শকমহল। ছবিটির অভিনয়ে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন সহ অনেকে। কয়েকমাস আগেই গাঁটছড়ায় আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। সম্প্রতি আলিয়া ভাট মা হতে চলেছেন। এরই মধ্যে নতুন ছবির মুক্তি পেতে চলেছে। এ যেন তাঁদের কাছে সুখবরের পর সুখবর।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে আত্মপ্রকাশ আলিয়া ভাট-র। এরপর ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার। বক্ষ্মাস্ত্র ছবিটি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ছবিটির প্রচার শুরু করেছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। আগামী দু’সপ্তাহের মধ্যে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রচারে আইআইটি বম্বের একটি অনুষ্ঠানে গিয়েছেন আলিয়া এবং রণবীর। আলিয়া অনুষ্ঠানে ছবিটির ‘কেসারিয়া’ রোমান্টিক গানটি গেয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।img 20220828 145028‘মম টু বি আলিয়া’-কে এর আগে একটি সাক্ষাতকারে তাঁর মাতৃত্বকালীন অবস্থায় ছবির শ্যুটিং নিয়ে নানা প্রশ্ন করতেই তিনি জানিয়েছিলেন,”কাজ আমাকে শান্তি দেয়, অভিনয় আমার নেশা। আপনি যদি ফিট এবং স্বাস্থ্যবান হন তবে গর্ভাবস্থায় আপনার বিশ্রামের দরকার নেই। এটি আমার হৃদয়, আমার আত্মা সবকিছুকে সজীব রাখে এবং চার্জ করে। এর আগেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোষ্ট করে লিখেছিলেন,”IIT Bombay .. Here we come!!! অন্তত প্রচারের জন্য ধন্যবাদ আমি গর্ব করে বলতে পারি আমি আইআইটি-তে ভর্তি হয়েছি (এক ঘণ্টার জন্য)💃🤓💫9 সেপ্টেম্বর — ব্রহ্মস্ত্র 🔥🔥🔥”img 20220828 144905আলিয়া ভাটের গাওয়া কেসারিয়া গানটি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য অনুষ্ঠানে গানটি গাওয়ার সময় তাঁর পাশে রণবীর কাপুরও উপস্থিত ছিলেন। তিনি যে তাঁর গানে মন্ত্রমুগ্ধ হয়েছেন তা পোস্টটিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে। শুধু মন্ত্রমুগ্ধ নয় আলিয়াকে উৎসাহিত করছিলেন।গাঙ্গুবাই এর পর রোম্যান্স-এ ভরা এই ব্রক্ষ্মাস্ত্র ছবিটিতে দর্শকরা কতটা মন্ত্রমুগ্ধ হন সেটাই দেখার। বর্তমানে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় দর্শকমহল।

google-news-icon

লেটেস্ট খবর