fbpx

Sonam-Anil-Karan: ছুটি কাটিয়েই পর্দায় ফিরবেন সোনম! ‘দাদু’ ডাক নিয়ে কী জানাচ্ছেন ‘ইয়ংস্টার’ অনিল কপূর?

শনিবার কাপুর পরিবারের ঘনিষ্ঠ পরিচালক করণ জোহর ইনস্টাগ্রাম লাইভে এসে শুভেচ্ছা জানিয়েছিলেন নিউলি পেরেন্ট সোনম ও আনন্দ আহুজা সহ গোটা কাপুর পরিবারকে।

জয়িতা চৌধুরি,কলকাতাঃ সময় ভাল যাচ্ছে না বলিপাড়ায়। একের পর এক বড় বাজেটের ছবি মুখ থুবড়ে পড়ছে। রমরমিয়ে বাড়ছে দক্ষিনী ছবির জনপ্রিয়তা। তবে এসবের মাঝেই এক চিলতে খুশির খবর দিয়েছেন সোনাম কাপুর ( Sonam Kapoor )। জন্মাষ্টমীর পরের দিন অভিনেত্রীর কোল আলো করে এসেছে ছোট্ট গোপাল। খবরটি প্রথম ফাঁস করেন নীতু কাপুর। শনিবার কাপুর পরিবারের ঘনিষ্ঠ পরিচালক করণ জোহর ( Karan Johar ) ইনস্টাগ্রাম লাইভে এসে শুভেচ্ছা জানিয়েছিলেন নিউলি পেরেন্ট সোনম ও আনন্দ আহুজা সহ গোটা কাপুর পরিবারকে।

karan sonam 1

সদ্য দাদু ও দিদিমা হওয়া অনিল কাপুর ( Anil Kapoor ) ও সুনীতা কাপুরকেও শুভেচ্ছা জানান পরিচালক। লাইভে বলেন, ‘আমি তো ভাবতেই পারছি না সোনম মা হয়ে গেল! যদিও আমার মনে হয় না অনিল কাপুরের পছন্দ হবে দাদু ডাকটা, কারণ উনি এখনও মনেপ্রাণে তরুণ’। সত্যিই তো! বর্ষীয়ান এই অভিনেতা এখনও মনে প্রাণে তরুণ। তাঁর কি দাদু ডাক পছন্দ হবে?

karan sonam 2

শনিবার অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী একটি ইনস্টাগ্রাম পোষ্ট শেয়ার করে বলেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ।’ পোস্টটির কমেন্ট সেকশনে উপছে পড়ছে অভিনেত্রীর অনুগামীদের শুভেচ্ছা। দিয়া মির্জা, করিনা কাপুর খান, কৃতী শ্যানন, জ্যাকলিনকেও কমেন্টে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

karan sonam 3

২০১৮ সালের ৮ই মে, ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চার হাত এক করেছিলেন অভিনেত্রী সোনাম কাপুর। পাঞ্জাবী নিয়ম মেনেই ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। চলতি বছরের শুরুর দিকে প্রথম প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন আহুজা দম্পতি। বেবিমুনে ইতালীও গেছেন তাঁরা। অভিনেত্রী শেষ বারের মতো পর্দায় দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ।

তবে দিন কয়েক আগেই গর্ভাবস্থায় রাখি স্পেশ্যাল এপিসোডে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়েছিলেন সোনম। সেখানে বরাবরের মতোই বেফাঁস মন্তব্য করে পিলে চমকে দিয়েছিলেন সঙ্গে আসা খুরতুতো ভাই অর্জুন কাপুরের। সূত্রের খবর, মা হওয়ার রেশ কাটলেই খুব তাড়াতাড়ি পর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী। তাঁকে দেখা যাবে, সোমি মাখিজা পরিচালিত ব্লাইন্ড’ ছবিতে। ছবিতে অভিনয় করেছেন পূরব কোহলিও, বিনয় পাঠক, লিলেট দুবের মতো প্রমুখ অভিনেতারা।

sonam kapoor q

তবে দিন কয়েক আগেই গর্ভাবস্থায় রাখি স্পেশ্যাল এপিসোডে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়েছিলেন সোনম। সেখানে বরাবরের মতোই বেফাঁস মন্তব্য করে পিলে চমকে দিয়েছিলেন সঙ্গে আসা খুরতুতো ভাই অর্জুন কাপুরের। সূত্রের খবর, মা হওয়ার রেশ কাটলেই খুব তাড়াতাড়ি পর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী। তাঁকে দেখা যাবে, সোমি মাখিজা পরিচালিত ব্লাইন্ড’ ছবিতে। ছবিতে অভিনয় করেছেন পূরব কোহলিও, বিনয় পাঠক, লিলেট দুবের মতো প্রমুখ অভিনেতারা।

google-news-icon

লেটেস্ট খবর