Advertisement

Guddi: ভুলবশত কনের বদলে অন্য মেয়ের গলায় মালা! বিয়ের দৃশ্যে টুইস্ট আনতেই কী এমন পন্থা?

জয়ীতা সাহা, কলকাতা: বিয়ে একটি পবিত্র বন্ধন। হিন্দু ধর্মে কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। তবে বাংলা সিরিয়াল গুলিতে বিয়ে করা ও বিয়ে ভাঙার মধ্যে একটা টুইস্ট কাজ করে। দর্শকদের কথায় স্টার জলসার প্রায়শই সিরিয়ালে দেখানো হয় বর কনেকে নয় কনের পাশে থাকা অন্য কোনও মেয়েকে বিয়ে করছে, কখনও বা বিয়ের মন্ডপ ছেড়ে চলে যাচ্ছে অন্য মেয়েকে বাঁচাতে আর সেখানেই সেই মেয়ের সঙ্গেই তাঁর বিয়ে হচ্ছে। সবটাই কী টিআরপি বাড়ানোর জন্য? এমনই সব প্রশ্ন উঠছে দর্শকমহলে।

প্রসঙ্গত, বর্তমানে স্টার জলসায় ‘গুড্ডি’ সিরিয়ালটিতে বিয়ের পর্ব চলছে। যদিও আগেও একবার বিয়ের পর্ব দেখানো হয়েছে। তবে তখন বিয়ে হয়েছিল গুড্ডির সঙ্গে। এবার বিয়ের পিঁড়িতে কনের বেশে রয়েছেন শিরিন। গুড্ডির সঙ্গে অনুজের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে শিরিনকে বিয়ে করতে একেবারে মন চাইছেনা অনুজের। এখন তিনি গুড্ডির প্রেমে বিভোর হয়ে পড়েছেন। অগত্যা শিরিনকে বিয়ে তো তাঁকে করতেই হবে। বিয়ের মন্ডপে মালা বদলের সময় দেখা গেল শিরিন কিছুটা টাল সামলাতে পারলেন না। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা গুড্ডির গলায় ভুলবশত মালা পরিয়ে দেন অনুজ।

img 20220821 143037

এমন দৃশ্য দেখেই হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। কী ভাবে ভুল বশত বর অন্য কাউকে মালা পরিয়ে দেন তা নিয়ে চলতে থাকে গুঞ্জন। এর আগেও স্টার জলসায় ধারাবাহিক গুলিতে দেখা গিয়েছে এমনই অদ্ভুত ঘটনা। যেমন- বরণ ধারাবাহিকের রুদ্রিক নায়রাকে বিয়ে করার বদলে পাশে দাঁড়িয়ে থাকা তিথির কপালে আবার সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। ঠিক সেরকম একটা দৃশ্য দেখা গেল গুড্ডিতে। বিয়ের দৃশ্য দেখালে টিআরপি বেড়ে যায়। দর্শকও বেশ উপভোগ করেন দৃশ্য গুলি। সেই কারণেই কী বারংবার বিয়ের দৃশ্য দেখানো হয়ে থাকে স্টার জলসার সিরিয়াল গুলিতে।

img 20220821 142354ভবিষ্যতে আর কোন কোন ধারাবাহিকে এমন দৃশ্য দেখানো হবে তা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। স্টার জলসায় এমন দৃশ্য বারবার দেখানোর বিষয়ে জি বাংলার দর্শকরাও অত্যন্ত বিচলিত। অনুজ কী গুড্ডিকেই আবারও বিয়ে করেবেন? নাকি শিরিন বাঁধা হয়ে দাঁড়াবেন? এমন দৃশ্য আবারও দেখানো হলে দর্শকদের প্রতিক্রিয়ায় বা কী হবে, তা জানতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে। এমনটাই সূত্রের খবর।

 

 Follow us on


Advertisement
Back to top button
Advertisement
Advertisement