fbpx

Aamir Khan:বিচ্ছেদের মরশুম কাটতেই বাজল বিয়ের সানাই! আমির পরিবারে কে এবার বসবে বিয়ের পিঁড়িতে?

বলিউডে ( Bollywood )এখন খুশির পর্ব চলছে। একের পর এক অভিনেতা অভিনেত্রীর বিয়ে অথবা সন্তান লাভের খবরে মুখরিত হয়ে আছে বলিপাড়া। ইতিমধ্যেই শোনা যাচ্ছে আমির খানের ( Aamir Khan ) পরিবারে বিয়ের সংবাদ। সদ্য সম্পর্ক ভেঙেছেন আমির। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের খবরে মুষড়ে পড়েন আমির ভক্তরা। তারপরই শোনা যায়, দঙ্গলের সহ- অভিনেত্রী ফতিমা সানা শেখকে ডেট করছেন অভিনেতা। তবে কি আবার বিয়ের আসর বসতে চলেছে খান পরিবারে?

 

হ্যাঁ, তবে আমিরের বিয়ে নয়। আমির-কন্যা ইরার বিয়ের জোর জল্পনা চলছে। শীঘ্রই হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ইরা ও নুপুর শিখর। নুপুর শিখর একজন ফিটনেস ট্রেনার। বিগত দু বছর ধরে সম্পর্কে রয়েছেন ইরা-নুপুর। পারিবারিক ভাবেও মেলামেশা করার অনুমতি পেয়েছেন। প্রায়শই পারিবারিক অনুষ্ঠানে হাজির থাকেন ইরার সঙ্গী নুপুর।

img 20220720 203840 

ইনস্টাগ্রামে ঠাকুমা জিনাতের সঙ্গে ছবি দিলেন ভাবী দম্পতি। আর সেই ছবি ঘিরেই চলল জল্পনা। সম্ভবত ঠাকুমার সঙ্গে আলাপ করাতেই নিয়ে গিয়েছিলেন তিনি। তবে কবে সঠিক বিয়ে করছেন তা বলা যাচ্ছে না। বরাবরই খোলামেলা মেলা মেশা করেন ইরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেন যুগল ছবি। নুপুরের জন্মদিনে ভালোবাসার কথা জানিয়েছিলেন ইরা,”দু’বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছি আমরা। বারবারই মনে হয়েছে তুমি আমার। আমি তোমাকে খুব ভালবাসি।” শোনা যায়, ৪ বছর ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন ইরা। একমাত্র এই বিশেষ বন্ধুই ছিলেন পাশে।

আমিরের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের সন্তান ইরা। বর্তমানে সে পঁচিশের তরুণী। তবে বাবা আমির এখন ব্যস্ত “লাল সিং চাড্ডা” প্রচারে। অগস্ট মাসের ১১ তারিখে মুক্তি পাবে ছবিটি। স্বাধীনতা দিবসের আগেই দীর্ঘ দিনের অপেক্ষার পর আমিরের ছবি আসছে সিনেমা হলে। আমির অনুগারীরা অধীর আগ্রহে দিন গুনছেন বহু দিন ধরে। বিখ্যাত হলিউড ছবি টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। এর মাঝেই ইরা- নুপুরের বিয়ে হলে শ্বশুর হবেন আমির। একই বছরে ডবল উত্তেজনা উপহার দেবেন দর্শককে।

google-news-icon

লেটেস্ট খবর