fbpx

Akshay Kumar: শিল্পা থেকে দিশা, কেন বি-টাউনের এই অভিনেত্রীরা অক্ষয়ের সঙ্গে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন?

এমন কী ঘটল যার জন্য বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রীরা? দেখে নিন

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি নেটমাধ্যমে নজর রাখলে দেখা যাবে, রূপোলি পর্দার নামীদামি তারকাদের ভিড়ে রীতিমত মেতে রয়েছেন নেটনাগরিকরা। যদিও তাঁদের এই উচ্ছাসের অন্যতম কারণ তারকাদের পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে তাঁদের ব্যক্তিগত জীবন। আর এই জনপ্রিয় তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল অভিনেতা তথা বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ( Akshay Kumar )। শোনা যায় একজন অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের ভাগ্য সর্বদা সদয়।

ইদানিং তাঁর অভিনয় কেরিয়ারে বেশ কিছু ফ্লপ সিনেমা সংযোজিত হলেও, অভিনেতা তাঁর সমগ্র কেরিয়ারে একের পর এক হিট সিনেমা বক্স অফিসে উপহার দিয়েছেন। কিন্তু এই বিপুল সফলতা পেলেও বলিউড খিলাড়ি সম্পর্কে বি-টাউনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যায়। সূত্র অনুযায়ী, বলিউডের এমন কিছু প্রথম সারির অভিনেত্রীরা রয়েছেন যাদের সঙ্গে সিনেমাতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয় কুমার ( Akshay Kumar )। যদিও এর পিছনে রয়েছে একাধিক কারণ। কিন্তু এই তালিকায় রয়েছেন কোন বলি অভিনেত্রীরা? দেখে নিন,

• শিল্পা শেট্টি

5c32
শোনা যায়, এক বলিউড সিনেমাতে কাজ করতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি’র প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন অক্ষয় কুমার। কিন্তু কিছু কারণ বশত এই সম্পর্ক বেশিদিন স্থায়ী করেনি। যার পর স্বাভাবিক ভাবেই এই দুই বলি তারকাদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। শোনা যায়, এই ঘটনার পর শিল্পা শেট্টি ঠিক করেন যে অদূর ভবিষ্যতে তিনি আর কোনওদিন অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন না।

• রবিনা টন্ডন

5c33
বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনেত্রী রবিনা টন্ডনের গড়ে ওঠা প্রেম কাহিনী প্রায় সকলেরই জানা। জনপ্রিয় বলিউড সিনেমা ‘মোহরা’র সেই আইকনিক গানে রবিনা-অক্ষয়ের নাচ আজও অগণিত মানুষের মনে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্জ্বলিত রয়েছে। কিন্তু এত সব কিছুর এই দুই বলি তারকার সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যদিও এর কারণ স্বরূপ অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনেতা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’ যাঁর কারণে আর কোনও দিন পর্দায় নজরে আসেনি এই দুই তারকা জুটিকে।

• রানি মুখার্জি

5c34
অনুরাগিদের মনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের প্রসঙ্গে আলোচনা শুরু হলেই উঠে আসে অভিনেত্রী রানি মুখার্জি’র নাম। শোনা যায়, জনপ্রিয় বলিউড সিনেমা ‘সংঘর্ষ’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা’ তৈরি করার সময় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে রানি মুখার্জি’র নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শোনা যায় অভিনেত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যদিও এই ঘটনার পর অভিনেত্রীর উপর সাময়িক ক্ষুব্ধ হয়েছিলেন বলিউড খিলাড়ি। যার পর অভিনেতা নিজেই এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন

• দিশা পাটানি

5c35
বর্তমান সময়ে দাঁড়িয়ে বলিউডের কোনও হট বম্বের প্রসঙ্গ উঠে এলেই ভক্তদের মুখে উচ্চারিত হয় অভিনেত্রী দিশা পাটানি’র নাম। জানা গিয়েছে, জনপ্রিয় পরিচালক আর বালকি পরিচালিত এক সিনেমার জন্য অভিনেত্রী দিশা পাটানি’র বিপরীতে অভিনেতা অক্ষয় কুমারের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু অভিনেতা পরিচালকের সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যদিও এর কারণ স্বরূপ অভিনেতা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, ‘তাঁর এই মুহূর্তে ডেট মিলছে না।’

google-news-icon

লেটেস্ট খবর