fbpx

Koffee With Karan 7: ভিকি-ক্যাটের বাড়িতে বাড়ল সদস্য! অভিনেত্রীর ভাইয়ের প্রেমে ইলিয়ানা, নেটপাড়ায় চলছে জল্পনা

'কফি উইথ করণ'-এর মঞ্চে একি বললেন ক্যাট নিজের ভাইয়ের সম্পর্কে! জেনে নিন বিশদে

জয়ীতা সাহা, কলকাতা: সম্প্রতি বলিউড হরর কমেডি মুভি ফোন ভূত মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। আগামী ৪ নভেম্বর ২০২২ অর্থাৎ দীপাবলির মুহূর্তে ছবিটি মুক্তি পেতে চলেছে বক্স অফিসে। ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন বলিউডের হট অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর। সম্প্রতি করণ জোহর পরিচালিত ‘কফি উইথ করণ’ শো’টিতে করণের সঙ্গে কফির আড্ডায় উপস্থিত ছিলেন এই তিন তারকা। করণের সঙ্গে কফির আড্ডায় ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের ডেটের প্রসঙ্গ নিয়ে বেশ জলঘোলা হয়।

মূলত একজন ব্রিটিশ অভিনেত্রী হলেও বহু হিন্দি ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমানে ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে আসন্ন ছবি ফোন ভুত নিয়ে ব্যস্ত অভিনেতা ক্যাটরিনা কাইফ। গত বছর গাঁটছড়ায় বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বিয়ের পর প্রথম অভিনেত্রীর জন্মদিন পালনে মলদ্বীপ গিয়েছিলেন এই নবাগত দম্পতি। সেখানে তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও দেখা মিলেছিল। img 20220908 210350প্রসঙ্গত, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানা ডি’ক্রজেরও। ইলিয়ানা-কে মালদ্বীপে সেবাস্টিয়ানদের সঙ্গে দেখে হতবাক হয়েছিলেন অনুরাগীরাও। জল্পনা ছড়িয়েছিল সেবাস্টিয়ান এবং ইলিয়ানা কি তবে সম্পর্কে রয়েছেন? তাঁরা কি ডেট করছেন? এবার এমন প্রশ্নই উঠে এসেছে করণের সঙ্গে কফির আড্ডায় ‘কফি উইথ করণ’-এর মঞ্চে।img 20220908 210629করণের সঙ্গে কফির আড্ডায় ক্যাটরিনা ভিকি কৌশল -র সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে সবটাই প্রকাশ করেছেন। ভাই সেবাস্টিয়ান এবং ইলিয়ানা ডি’ক্রজের ডেটের প্রসঙ্গ উঠতেই তিনি অস্বীকার করেননি। করণের সঙ্গে কফির আড্ডা মানেই সকলের জীবনের গোপন খবর তাঁর কাছে রয়েছে। এমনই একটি প্রসঙ্গে সেবাস্টিয়ানের কথা ওঠে।

 

 

 

google-news-icon

লেটেস্ট খবর