fbpx

প্রেমকাহিনীর ভান্ডার বলিউড! সিনেমার অভিনেত্রীদেরই প্রেমে পড়েছেন এই পরিচালকেরা

বলিউড নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই! দিবারাত্রি পছন্দের তারকা থেকে অপছন্দের তারকা সকলকে নিয়েই আলোচনা লেগেই রয়েছে। আর পর্দার বাইরে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক জানতে সবসময়েই উত্তেজনা চরমে থাকে নেটিজেনদের। বি টাউনে এমন একাধিক তারকা রয়েছেন যারা বছর বছর সম্পর্ক বদলেছেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা প্রতিবছর না পাল্টালেও একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছেন।

অবশ্য এই দিক থেকে অভিনেত্রীরাও খুব একটা পিছিয়ে নেই। এমন অনেক উদাহরণ রয়েছে বলিউডে যেখানে অভিনেত্রীরা  একাধিক সম্পর্কে জড়িয়েছেন। সহ অভিনেতা থেকে শুরু করে পরিচালকের সাথেও সম্পর্কে জড়িয়েছেন অনেক অভিনেত্রী। আর পরিচালক হবার সূত্রে অভিনেত্রীদের সাথে সম্পর্ক নিয়ে বহুবার শিরোনাম হয়ে গিয়েছে বলিউডে। আজ এমন কিছু পরিচালকদের তালিকা তুলে ধরব যারা অভিনেত্রীদের সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

১. রোহিত শেট্টি

বলিউড অভিনেত্রী,বলিউডের বাংসা খবর,অভিনেতাদের প্রমে,মুম্বইয়ের বলিউড,Bollywood Actress,Bollywood Bangla News,In Love With The Actress,Bollywood In Mumbai

বলিউডের অভিনেতা তথা পরিচালক হলেন রোহিত শেট্টি। একসময় অভিনেত্রী প্রাচী দেশাইয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন রোহিত শেট্টি। ‘বোল বচ্চন’ ছবির শুটিংয়ের সময় বেশ কাছাকাছি চলে এসেছিলেন রোহিত-প্রাচী। তাদের সম্পর্ক নিয়ে বিটাউনে চর্চাও শুরু হয়েছিল। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।

২. রাম গোপাল বার্মা

বলিউড অভিনেত্রী,বলিউডের বাংসা খবর,অভিনেতাদের প্রমে,মুম্বইয়ের বলিউড,Bollywood Actress,Bollywood Bangla News,In Love With The Actress,Bollywood In Mumbai

বিখ্যাত বলিউড প্রযোজক রাম গোপাল ভার্মা। একধিক সুপারহিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। শুধু যে বলিউড তা নয় সাউথেরও কিছু ছবি রয়েছে তার। আর ছবির অভিনেত্রীদের সাথে সম্পর্কের দিক থেকে লম্বা লিস্ট রয়েছে পরিচালকের। উর্মিলা মাতোন্ডকার, নিশা কোঠারি, দক্ষিণী অভিনেত্রী মধু শালিনীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন রাম গোপাল ভার্মা।

৩. অনুরাগ কাশ্যপ

বলিউড অভিনেত্রী,বলিউডের বাংসা খবর,অভিনেতাদের প্রমে,মুম্বইয়ের বলিউড,Bollywood Actress,Bollywood Bangla News,In Love With The Actress,Bollywood In Mumbai

অনুরাগ কাশ্যপ নামটা অনেকের কাছেই বেশ চেনা। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন পরিচালক। ট্যাক্স সংক্রান্ত মামলায় তার বাড়ি ও অফিস রেড হয়েছিল। অনুরাগের সাথে অভিনেত্রী কল্কি কয়েচলিন ও হুমা কুরেশির সম্পর্ক ছিল। কল্কির সাথে বিয়েও করেছিলেন অনুরাগ তবে সেই সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে।

৪. ফারহান আখতার

বলিউড অভিনেত্রী,বলিউডের বাংসা খবর,অভিনেতাদের প্রমে,মুম্বইয়ের বলিউড,Bollywood Actress,Bollywood Bangla News,In Love With The Actress,Bollywood In Mumbai

মূলত অভিনেতা হিসাবেই অনেকে ফারহান আখতারকে চেনেন বেশিরভাগ দৰ্শকে। তবে অভিনয় থেকে দূরত্ব বাড়িয়ে পরিচালনায় ধ্যান দিয়েছেন। জানা যায় অভিনেত্রী শিবানী ধান্দেকরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেলন ফারহান। জন্মদিনে শিবানীর ফারহানকে চুমু খাবার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে এই গুঞ্জন রটে যায় সর্বত্র। এছাড়াও একাধিকবার দুজনকে একসাথে দেখা গিয়েছে পাপ্পারাৎজিদের ক্যামেরায়। অবশ্য শীঘ্রই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে।

৫. সাজিদ খান

বলিউড অভিনেত্রী,বলিউডের বাংসা খবর,অভিনেতাদের প্রমে,মুম্বইয়ের বলিউড,Bollywood Actress,Bollywood Bangla News,In Love With The Actress,Bollywood In Mumbai

নবইয়ের দশক থেকেই বলিউড পরিচালক হিসেবে বিখ্যাত সাজিদ খান। বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সাথে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন সাজিদ খান। ২০১০ সালে তাদের সম্পর্কের শুরু হয়েছিল, তবে তিন বছর পর ২০১৩ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

google-news-icon

লেটেস্ট খবর