fbpx

মাঠের তারকাদের বল গড়িয়ে বলিউড পাড়ায়, দেখে নিন ক্রিকেটারদের সুন্দরী নায়িকা বৌ

বলিউড তারকাদের সাথে জুটি বেঁধে ক্রিকেটারদের প্রেমকাহিনী ( Bollywood-meets-cricket love story ) বিরল কিছুই নয় শর্মিলা থেকে অনুস্কা মন দিয়েছেন খেলার মাঠে। প্রেম, ভরপুর রোমাঞ্চ তারপর বিয়ের সানাই বাজিয়ে সুখের সংসার করছে এমন নায়িকা খেলোয়াড় জুটি সংখ্যা দীর্ঘ। চলুন জেনে নেওয়া যাক বলিউডের কোন নায়িকা ছক্কা হাঁকাচ্ছেন কোন ক্রিকেটারের ঘরে-

যুবরাজ – হ্যাজেল কিচ

Bollywood-meets-cricket love story
Bollywood-meets-cricket love story

ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম সুপরিচিত মুখ হল যুবরাজ। যুবরাজকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী খুব কম আছে। ক্রিকেট জগতের এই তারকার প্রেম কাহিনী কে না জেনে! বলিউডের উঠতি নায়িকা হ্যাজেলের সঙ্গে চুটিয়ে প্রেমের পর ধুমধাম করে বিয়ে সারেন যুবরাজ। বেশ সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন….অভিষেকের মৃত্যুর পরেই ঘটছে নানা ভূতুড়ে ঘটনা, কেন এমন বলছেন প্রয়াত অভিনেতার স্ত্রী

হরভজন সিং – গিতা বসরা

Bollywood-meets-cricket love story
Bollywood-meets-cricket love story

এই জুটির প্রেমকাহিনী একসময় ক্রিকেট মহলের হট টপিক ছিল। বিয়ের পাঁচ বছর পরেও খুব সুন্দরভাবে সংসারের ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন এই জড়ি। এই কাপলের আকর্ষণীয় বিয়ের আসর সকলকে তাক লাগিয়ে দিয়েছিল।

বিরাট – অনুস্কা

Bollywood-meets-cricket love story
Bollywood-meets-cricket love story

এনারা দুই জগতের বড় মাপের তারকা। একজন ক্রিকেট মাঠের তারা অন্যজন বড় পর্দার তারা। দুজনেই একে বারে পারফেক্ট জড়ি যাকে বলে ঠিক সেরকম। দুজনের প্রেম কাহিনী একেবারে রুপকথার মত। দীর্ঘ সময় প্রেমের বাঁশি বাজিয়ে অবশেষে গোপনে ডেসটিনেশন ওয়েডিং এর মাধ্যমে নিজেদের প্রেমকে বিয়েতে পরিণতি দেন। বিরাট অনুস্কার প্রেম কাহিনী সত্যিই বিরল।

আরও পড়ুন………বিগ বি ছেড়ে মন মজে ছিল ইমরানে, রইল রেখার সিঁথিতে সিঁদুরের কারণ

হার্দিক পাণ্ডে – নাতাশা

Bollywood-meets-cricket love story
Bollywood-meets-cricket love story

ক্রিকেট দুনিয়ায় অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি নাম হল হার্দিক পাণ্ডে। বিয়ের বেশ কয়েকবার বহু মেয়ের সাথেই নাম জড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। অবশেষে বিয়ের সানাই বাজে বলিউডের আইটেম গার্ল নাতাশার সাথেই। নাতাশা ও হার্দিকের একটি পুত্র সন্তান রয়েছে।

google-news-icon

লেটেস্ট খবর