fbpx

Mithai:হানিমুনে গোয়া নয়! মিঠাইয়ের হাত ধরে মনোহরাতেই চলছে মোদক পরিবারের রোম্যান্স পর্ব

নতুন ছন্দে মেতে উঠেছে মিঠাই ( Mithai )পরিবার। হাসি খুশির আমেজ আর ভরপুর প্রেমের বন্যা বইছে মিঠাই পরিবারে। মিঠাই আহত হওয়ার পরই পুনরায় দর্শককে পর্দায় টেনে এনেছে মিঠাই। স্টারের গাঁটছড়ায় যখন চলছে জোড়ায় জোড়ায় হানিমুন যাওয়ার প্রস্তুতি। তখন বাড়িতেই মধুচন্দ্রিমার তাক লাগিয়ে দিচ্ছে মিঠাইয়ের যুগলেরা। মিঠাই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীকেই পছন্দ করেন দর্শক। তাই প্রত্যেক যুগলকে নিয়েই থাকে আলাদা উন্মাদনা। নিপা-রুদ্রের বিয়েতে সিনেমার মতো কিছু ঘটবে এই আশা সকলের ছিল। অবশেষে সেরমই রোমান্টিক মুহূর্ত ধরা পড়ল জি এর পর্দায়।

প্রথম থেকেই মিষ্টি আর প্রেম মিলেমিশে গেছে ধারাবাহিকে। তাই সিড-মিঠাই ( sid- mithai )ছাড়াও, নতুন যুগলদের দলে রয়েছে রাতুল-শ্রীতমা, স্যান্ডি- পিঙ্কি, নিপা-রুদ্র। এছাড়াও শ্বশুরের বিয়ে দিয়েও এক অবিশ্বাস্য কান্ড বাঁধিয়েছে মিঠাই রানি। সুতরাং সমরেশ- অনুরাধার দাম্পত্য প্রেম ও জমে উঠেছে পর্দায়। তবে ৫ই আগষ্টের পর্বে মিঠাই পরিবারে বয়ে গেল প্রেমের জোয়ার। না! গোয়া নয়, একেবারে মনোহরাতেই দেখানো হল নব-দম্পতিদের ঘনিষ্ঠ প্রেম।

নিপার ফুলসজ্জার রাতেই মিঠাইয়ের গুলি লাগে আর তাতেই অনুষ্ঠান পুরো মাটি হয়ে যায়। সকলের রাতের ঘুম উড়ে যায় মিঠাইয়ের জন্য। তাই মিঠাই ফিরে আসতেই হল আবার নিপার ফুলসজ্জা। সেখানেই প্রেমের গানে নেচে উঠল সকলে। রুদ্র বিয়ের ঘিয়ে পাঞ্জাবী, নিপা স্লিভলেস লাল শাড়িতে লাস্যময়ী নাচে মাতিয়ে তুলল দর্শকদের। এদিকে স্যান্ডি-পিঙ্কি, আর রাতুল-শ্রীও রোমান্সে মগ্ন। সিড-মিঠাইয়ের ভালোবাসা দেখে চোখ সরাতে পারল না দর্শক।মনোহরা আবার আগের মতো জমে উঠেছে দেখে অনুরাগীদের খুশির সীমা নেই। সকলেই বলছে ‘সিধাই’য়ের প্রেমের কাছে সবাই হার মানতে বাধ্য। কাউকে টক্কর দিতে হানিমুন তাদের যেতে হবে না। বাড়িতেই প্রেমের জোয়ার ডেকে আনতে পারে মিঠাই যুগলরা।

google-news-icon

লেটেস্ট খবর