fbpx

Neetu Chandra: কাজের নেই অভিনেত্রী! সৌন্দর্যের জেরে মাসিক ২৫ লক্ষ টাকা বেতনে মিলেছিল স্ত্রী হওয়ার চাকরি

নেহা চক্রবর্ত্তী, কলকাতা : অভিনেত্রী নীতু চন্দ্র( neetu chandra )কাজ করেছেন একাধিক ছবিতে। যেসমস্ত ছবি পরবর্তী সময়ে পেয়েছে জাতীয় পুরস্কার( award )।বরাবরই তাঁর অভিনয় দর্শকমহল তথা সমালোচক মহলে প্রশংসিত হয়ে এসেছে। তবু এত বছর পরেও কিছু আক্ষেপ নিয়ে মুখ খুললেন তিনি । সম্প্রতি এক সাক্ষাৎকারে( interview ) নিজের বিচিত্র এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। জেনে নেওয়া যাক সেই অভিজ্ঞতার কথা ।

img 20220714 122911

উল্লেখ্য, ২০০৫ সালে ‘গরম মশলা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন নীতু। তারপর পরপর ছবিতে কাজ করেন যথাক্রমে ‘ট্র্যাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’। এরই মধ্যে অভিনেত্রীকে এক বড় ব্যবসায়ী জীবনসঙ্গিনী করার প্রস্তাব দেন। কিন্তু সেখানেও হয় গন্ডগোল। নীতু জানান, ‘আমাকে নিজের বেতনভুক স্ত্রী করতে চেয়েছিলেন সেই ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লক্ষ টাকা করে মাইনে দেওয়া হবে আমাকে।’

নীতু আক্ষেপ করে বলেন ভালো অভিনয় করেও কাজ পাননি তিনি ঠিক মতন । তার জন্যই প্রায়ই তাকে আর্থিক সমস্যাতে পড়তে হয়েছিল। অভিনেত্রীর কথায়, ‘আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনী। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই। টাকা নেই।’

তার সাম্প্রতিক ছবি কুছ লাভ জাইসা হ্যায়। তিনি শেফালি শাহ, রাহুল বোস-এর সাথে কাজ করেছেন। সেখানে সুমিতকে রাঘবনের সঙ্গে দেখা গিয়েছে। তাঁর ছবি ওয়ে লাকি লাকি ওয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।অভিনেত্রী আরেক চলচ্চিত্র মিথিলা মাখনও জাতীয় পুরস্কার পেয়েছে।

 

 

google-news-icon

লেটেস্ট খবর