fbpx

Karan Johar: মুখে সরলতার ভাঁজ, চিনতে পারছেন বলিপাড়ার এই জনপ্রিয় মুখকে

আজকের চেনা পরিচালকের ছোট বেলার ছবি! চেনেন কি এই ছোট ছেলেটিকে?

জয়ীতা সাহা, কলকাতা: বদলেছে দিন বদলেছে সময়। আর এই সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তিও। নিত্যনতুন অভ্যাসে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে। খুব অল্প সময়েয় পছন্দের পোশাক থেকে অনস্ক্রিন দেখা তারকাদের সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানতে পারেন সকলেই। তবে বেশ কিছু জিনিস সম্পর্কে নেটমাধ্যমের দৌলতেও জানা সম্ভব হয় না। এই যেমন বর্তমানে নেটমাধ্যমে ঘুরতে থাকা একটি বাচ্চার ছবি, সেটি কে? সে সম্পর্কে বেশ জলঘোলা হওয়ার পর জানা গিয়েছে সেটি কে।

সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবিটিতে দেখা গিয়েছে একটি বাচ্চা ছেলে, যার পরণে রয়েছে পোশাকের সঙ্গে একটি সোয়েটার। বেশ হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটি। ছবিটি সম্পর্কে প্রথম ক্লু হল বর্তমানে তিনি একজন নামকরা পরিচালক। তবে বর্তমানে নামকরা পরিচালক বলতে নেটিজেনরা তাঁদের পছন্দের তারকাদের নাম উল্লেখ করতে থাকেন। এই বাচ্চা ছেলেটিই আজ বলিউডে একের পর এক ছবি দিয়ে মন কাড়ছেন দর্শকদের। img 20220923 144346তবে ছেলেটি কে? ছেলেটি হল বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর। রাহুল কুমার জোহর ওরফে করণ জোহর। চলচ্চিত্রে মূলত ১৯৯৫-তে করণ তাঁর চাচাতো ভাই আদিত্য চোপড়ার সঙ্গে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর করণ জোহর তাঁর নিজস্ব ধর্ম প্রোডাকশন থেকেও বেশ অনেক ছবিই উপহার দিয়েছেন দর্শকদের। ২০২০ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হয়েছেন পরিচালক করণ।img 20220923 144459‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহেনা’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ব্রক্ষ্মাস্ত্র সহ বিভিন্ন ব্লকবাস্টার মুভি বলিউড দুনিয়ায় মুক্তি পেয়েছে আজকের সকলের প্রিয় পরিচালক করণ জোহরের হাত ধরে। বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি একটি টেলিভিশন টক শো ‘কফি উইথ করণ’-এর সঞ্চালনা-ও করছেন করণ। চলচ্চিত্র পরিচালক, সঞ্চালক এর পাশাপাশি তিনি একজন পোশাক ডিজাইনারও। তবে জনপ্রিয় এই পরিচালককে নিয়ে বিতর্কেরও শেষ নেই। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যায় নানান গুঞ্জন। করণ জোহর পরিচালিত চলচ্চিত্র গুলিতে নাকি শুধুমাত্র ধনী ব্যক্তিরাই অভিনয় করার সুযোগ পান। অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর এ বিষয়ে গুঞ্চন আরও জোরালো হয়। বর্তমানে জনপ্রিয় পরিচালক করণ জোহরের আসন্ন ছবিগুলোর একটি হল ‘রকি অর রানি কি প্রেম কাহানী’।

google-news-icon

লেটেস্ট খবর