Advertisement

Durga Puja 2022: আম আঁটির ভেঁপু পাবে বাস্তবের জীবন, বর্ধমানের দুর্গা মণ্ডপে ধরা অপু-দুর্গা

জয়িতা চৌধুরি,কলকাতাঃ পথের পাঁচালী’-র ( Pather Panchali ) সঙ্গে বাঙালির সম্পর্ক প্রাণের। বিভূতিভূষণের ‘আম আটির ভেঁপু’-কে ( Aam Atir Vepu ) বইয়ের পাতা থেকে তুলে সেলুলয়ডে এনেছিলেন সত্যজিত রায় ( Satyajit Ray )। কালচার-মনস্ক বাঙালির মনে সেই থেকেই অপু- দুর্গার ( Apu- Durga )চিরকালীন পল্লী জীবনের জলছবি যেন মিলেমিশে একাকার হয়ে আছে। বিভূতিভূষণের কলমে আম- আঁটিতে দেখা গিয়েছে অপুর নানা কল্পনার প্রতিচ্ছবি।

durga puja

এবার ২০২২-এর দুর্গাপুজোয় ( Durha Puja 2022 ) অপুর সেই কল্পনার জালের বুননই উঠে আসবে দুর্গা পুজোর মণ্ডপে। বর্ধমান জেলার বড়শুল দুই নং গ্রাম পঞ্চায়েতর অন্নদাপল্লীর সর্বজনীন দুর্গা পুজোয় এবছরের থিম ‘আমি- আঁটির ভেপু’। এই উপন্যাসের মূল চরিত্র অপুর ভাবনাকে তুলে ধরা হচ্ছে পুজোর মণ্ডপে। উপন্যাসে দেখা গিয়েছে অপুর স্বপ্নে রয়েছেন মহাবীর অর্জুন নয়, মহাবীর কর্ণ। অপুর খেলার সঙ্গী তাঁর দিদি দুর্গা। বাংলার গ্রামে সহজ সরল পরিবেশে, অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুই ভাই বোনের খেলা, ঝড়ের দিনে আম কোড়ানো, হইচই, চরুইভাতি, শরতের কাশবনে দীর্ঘ মাঠ পেরিয়ে প্রথমবারের জন্য রেলগাড়ি দেখা এই সব চিত্রই তুলে ধরা হবে এই মণ্ডপে।

durga puja 1তবে মূল আকর্ষণ হল থিমের ( Theme Puja ) মধ্যেই লুকিয়ে থাকবে চরম দরিদ্রর মধ্যেও কী ভাবে সুখ খুঁজে নিতে হয়। সেই বার্তা দিতেই কার্যত এই বছরের থিম ‘আম আঁটির ভেপু’। থিমমেকার ভীতিভূষণ মণ্ডল বলেন, ‘এবছরের থিম ‘আম আঁটির ভেঁপু’। যেহেতু অন্নদাপল্লী গ্রাম্য পরিবেশ, তাই এই থিমের চিন্তাভাবনা করা হয়েছে। এছাড়াও হতদরিদ্রতার মধ্যেও কীভাবে সুখ খুঁজে পাওয়া যায় সেই বার্তা দিতে এই ‘আম আঁটির ভেঁপু’ কে পুজোর থিমে আনা হয়েছে। এ বছর পুজোর বাজেট করা হয়েছে ১২ লাখ টাকা।‘Follow us on


Advertisement
Back to top button
Advertisement
Advertisement