fbpx

এও সম্ভব? যমজ গজ শাবককে ঘিরে ব্যাপক শোরগোল সোশ্যাল মিডিয়ায়

কয়েক জোড়া অবাক চোখের কেন্দ্রে দুই জমজ বাচ্চা। তারা দাঁড়ানোর চেষ্টা করছে, মায়ের ছায়ার আড়ালে লুকিয়ে পড়ছে মাঝেমাঝেই। তবে এতে অবাক হওয়ার কী আছে? আসলে দুই বাচ্চা মানুষের হলে অবাক হওয়ার কিছুই হত না। জমজ বাচ্চা দুটি হস্তিশাবক। আর এতেই আকর্ষণের কেন্দ্রে তারা। শ্রীলঙ্কার হাতি সংরক্ষণালয়ের ২৫ বছর বয়সী ‘সুরঙ্গী’-র জমজ বাচ্চা এখন খবরের শিরোনামে। এর কারণ একটাই, মানুষের ক্ষেত্রে জমজ সন্তান স্বাভাবিক হলেও বিজ্ঞানীদের মতে, হাতির জমজ সন্তান প্রায় দেখা যায় না বললেই চলে!

১৯৪১-এর পর পুনরায় ২০২১ সালে জমজ হস্তিশাবকের জন্ম হল শ্রীলঙ্কায়, জানাচ্ছেন শ্রীলঙ্কার হস্তী বিশেষজ্ঞ জয়ন্ত জয়াবর্ধনে। “দুই পুরুষশাবক ও মা একেবারে ভালো আছে”, জানিয়েছেন পিন্নাওয়ালা হস্তী সংরক্ষণালয়ের প্রধান রেণুকা বন্দরনায়ক। ২০০৯ সালের পর এটাই সুরঙ্গীর দ্বিতীয় প্রসব এবং সাধারণ আকারের চেয়ে হস্তিশাবক দুইটি আয়তনে ছোট।

শ্রীলঙ্কা,জমজ সন্তান,twins,elephant twin,srilanka news,international news,Bengali news,বাংলা খবর,surangi,সুরঙ্গী,হস্তীশাবক,elephant calves

পিন্নাওয়ালা হস্তী সংরক্ষণালয় আদতে দলছুট হাতিদের বাসস্থান। আশ্রয়ের পাশাপাশি হাতিদের বংশবিস্তারের স্থানও এই পিন্নাওয়ালা। ১৯৭৫ সালে গড়ে ওঠা এই সংরক্ষণালয়ে বর্তমানে ৮১টি হাতির বাস। দুই জমজ বাচ্চার বাবা ১৭ বছর বয়সী পাণ্ডু। শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত হস্তী সংরক্ষণালয় কোভিডবিধির কারণে এখন বন্ধ। স্বভাবতই ভার্চুয়াল মাধ্যমে জমজ হস্তিশাবকের কথা জনসাধারণ জানতে পারলেও চর্মচক্ষে দেখতে না পারায় মুষড়ে পড়েছে হস্তীপ্রেমীরা।

শ্রীলঙ্কা,জমজ সন্তান,twins,elephant twin,srilanka news,international news,Bengali news,বাংলা খবর,surangi,সুরঙ্গী,হস্তীশাবক,elephant calves

শ্রীলঙ্কার প্রাণীবিশেষজ্ঞদের মতে, দ্বীপরাষ্ট্রে সর্বপ্রথম জমজ হস্তিশাবকের দেখা মেলে দক্ষিণের মিনেরিয়া অভয়ারণ্যে। সম্প্রতি বৌদ্ধ দেশগুলিতে বন্যপ্রাণ সংরক্ষণের লক্ষ্যে চালু হয়েছে নয়া আইন। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশগুলিতে হাতি পোষার প্রবণতা রয়েছে। যদিও এরই মধ্যে হাতিকে চূড়ান্ত অযত্নে রাখার মত ঘটনা ঘটেছে বারংবার। শ্রীলঙ্কার সংশোধিত আইন অনুযায়ী, পোষা হাতির প্রতি যেকোনো অমানবিক আচরণের জেরে হাতিকে অভয়ারণ্যে অন্তর্ভুক্ত করতে পারে সরকার। পাশাপাশি টানা তিনবছরের জন্য কারাবাস হতে পারে নাগরিকদের।

 

শ্রীলঙ্কা বনদফতরের পরিসংখ্যান বলছে, প্রায় ২০০টি পোষা ও ৭,৫০০টি বন্যহস্তী রয়েছে গোটা শ্রীলঙ্কায়। গত ১৫ বছরে চুরি গেছে প্রায় ৪০টি হস্তিশাবক। ফলত চোরাশিকারিরা যে কিছুটা হলেও সমস্যায় শ্রীলঙ্কায়, তা বলাই বাহুল্য।

google-news-icon

লেটেস্ট খবর