fbpx

Kareena-Saif: মেয়ের বয়সী বউ! অমৃতার সঙ্গে বিয়ের সময় সইফকে ‛কাকু’ বলে ডেকেছিল ১১ বছরের করিনা

প্রথম বিয়েতে উপস্থিত দ্বিতীয় স্ত্রী! কী বলেছিলেন করিনা তাঁর বর্তমান স্বামীকে,জেনে নিন বিশদে

জয়ীতা সাহা, কলকাতা: মাত্র এগারো বছরের কিশোরী তখন করিনা কাপুর। পরিবারের সঙ্গে বর্তমান স্বামীর প্রথম বিয়েতে উপস্থিত ছিলেন তিনিও।অবশ্য তখন জানতেন না যে এই সইফ আলী খানের সঙ্গেই ভবিষ্যতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। করিনা যে শুধু বিয়েতে উপস্থিত ছিলেন তাই নয় সইফ আলী খানকে ‘শাদি মুবারক হো আঙ্কেল’ বলে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি। করিনা কাপুরের অভিনন্দনের জবাবে সইফও( Saif Ali Khan ) ‘ধন্যবাদ’ বলেছিলেন বলে সূত্রের খবর।

সারা আলী খান নামটা বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। একদিকে যেমন তিনি সইফ আলী খানের কন্যা, ঠিক তেমনই তিনি একজন বলিউড অভিনেত্রী। বর্তমানে সাতাশ বছর বয়সী এই সারা আলী খানের জন্মের সময় তাঁর দ্বিতীয় মা করিনা কাপুর খানের বয়স ছিল মাত্র পনেরো। এর ঠিক চার বছর আগে যখন সইফ আলী খান( saif Ali Khan ) ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং বিয়ে করেন তখন করিনা কাপুর মাত্র এগারো বছর বয়সী।

img 20220812 133547

সারার জন্মের ছ’বছর পর সাইফ( Saif Ali Khan )-অমৃতার দ্বিতীয় সন্তান,পুত্র ইব্রাহিম আলী খানের জন্ম হয় এবংএর ঠিক তিন বছর পর অর্থাৎ ২০০৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। সারা আলী খান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ২০১৮ সালে কেদারনাথ ও সিম্বা নামে দুটি মুভির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। সারা আলী খান সুশান্ত সিং রাজপুত,অক্ষয় কুমার ও ধানুশ-র মতো অভিনেতাদের সঙ্গেও সিনেমা করেছেন। সূত্রের খবর সারার গ্যাস লাইট নামে তাঁর অভিনীত ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে বক্স অফিসে।

img 20220812 133406

প্রসঙ্গত,সারা আলী খান যখন জন্মগ্রহণ করেন, তখন তাঁর বাবা সইফ আলী খানের বয়স ছিল ২৫ বছর, আর তাঁর মা অমৃতা সিংয়ের বয়স ছিল ৩৭ বছর। অমৃতা সিংয়ের সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদের সময় তাঁকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল। তবে সইফ নিজেই জানিয়ে ছিলেন, তার অর্ধেক টাকা দেওয়া হয়েছে অমৃতাকে। অবশ্য তিনি এও জানান ছেলে ইব্রাহিমকে দেখাশোনার জন্য প্রতি মাসে অমৃতাকে টাকা দেন তিনি।২০১২সালে করিনা কাপুর ও সইফ আলী খান( Saif Ali Kham ) গাঁটছড়া বাঁধেন। ২০১৬ সালে ছেলে তৈমুর আলি খান এবং ২০২১ সালে দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলী খানের বাবা-মা হন।

google-news-icon

লেটেস্ট খবর