fbpx

Mahalaya Star jalsha: দুষ্টুমিতে কমতি নেই! মহালয়ার শ্যুটিংয়ে গিয়ে দেবী রূপ ধারণের আনন্দেই শুরু নোলকের খুনসুটি

আকাশে বাতাসে আগমনীর সুর। বেজে উঠেছে পুজোর বাদ্যি। মহালয়া নিয়ে বাঙালির আলাদাই উন্মাদনা। সেইসঙ্গে তাল মিলিয়ে চ্যানেল গুলি পুজোর সাজের প্রস্তুতি শুরু করেছে। সবার আগে মহালয়ার প্রভাতী অনুষ্ঠানের সূচনা। সেইমতো টেলি অভিনেত্রীরাও প্রমো শ্যুটিং করতে শুরু করেছেন। জলসার এবারের অনুষ্ঠান ‘যা চন্ডী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহালয়ার প্রথম প্রোমো। যেখানে অসুরদলনী মহিষাসুরমর্দিনী রূপে সোনামনি সাহাকে দেখা গেছে। চামুণ্ডার সাজে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দীপা অর্থাৎ সুস্মিতা, এবং সবার প্রিয় গাঁটছড়ার খড়ি অর্থাৎ সোলাঙ্কি শস্য শ্যামলা দেবী রূপে ধরা দিয়েছেন।

একটু আগেই এসেছে প্রোমোর দ্বিতীয় পর্ব। স্টার জলসা আরও তিন নতুন নায়িকাকে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে। বৈষ্ণবী সাজে হাজির গুড্ডি,আগত ধারাবাহিকের সৌজন্যে তিয়াশা লেপচা অর্থাৎ শ্যামা সেজেছেন দেবী কৌশিকী আর চন্ডিকা রূপে ফড়িং। কিন্তু সবার প্রশ্ন একটাই নোলক কোথায়? নোলক কী বাদ গিয়েছেন! সকলের অনুসন্ধিৎসু প্রশ্নের জবাব দিলেন নোলক।

নোলকের ( Godhuli Alap ) অফিসিয়াল ইনস্টাগ্রামে এসেছে এক নতুন ভিডিও। মহালয়া স্টার জলসার ( Mahalaya Star Jalsha ) হ্যাসট্যাগে নতুন ভিডিও।কিন্তু একী কোথায় মহালয়া! নোলক রায় পরিবারের বাকিদের সঙ্গে বসে হিন্দি গানে নাচ করছেন। মজাদার এই ভিডিও দেখে হাসির রোল চলছে। ক্যামেরায় দেখা যাচ্ছে শুটিয়েংয়ের অংশ। তবে নোলক মহালয়ার শ্যুটিংয়েও দুষ্টুমি থামায়নি। এই দেখে আমুদে দর্শক নোলকরানিকে আরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সকলেই এখন কৌতূহল দৃষ্টি রেখেছেন নোলক রানিকে ঠিক কোন রূপে অবতীর্ণ হবেন। সিরিয়ালেও নোলক এখন হাবুডুবু খাওয়াচ্ছে তার উকিল বাবুকে।মিষ্টি মেয়ে নোলক ওরফে সমু সরকারের ( Somu Sarkar )অভিনয় ভালোবেসেছে দর্শক। কোন নতুন রূপে দর্শককে চমকে দেয় সেটাই দেখার কারণ এই ভিডিওর হ্যাশট্যাগ হিসেবে মহালয়া স্টার জলসা ইত্যাদি ব্যবহার করেছে।এ থেকেই স্পষ্ট স্টার জলসার “যা চন্ডী” অনুষ্ঠানে নোলক থাকবে কোন একটা দেবীরূপে।

google-news-icon

লেটেস্ট খবর