fbpx

Mahalaya: হাতে ধরে খাঁড়া, মহালয়ার আগেই দূর্গা নয়! মিঠাইয়ের নতুন লুকে চমকে গিয়েছে অনুরাগীরা

মহালয়ার শারদপ্রাতে এ কোন রূপে মিঠাই! জেনে নিন বিশদে

জয়ীতা সাহা, কলকাতা: দুর্গা পুজো একেবারে দোড়গোড়ায়। প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন টিভি চ্যানেলে দেখানও হবে মহালয়া। মহালয়ার দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, ভোর বেলা উঠে ঘুমঘুম চোখে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনা। টিভিতে মহালয়া দেখা দিয়ে মনে হয় যেন শুরু হয়ে গিয়েছে পুজো। প্রতি বছরের মতো এবছরও জি বাংলার পর্দায় মহালয়া সম্প্রচারিত হবে। তবে দর্শকদের জন্য এবার থাকছে একটা উপরি পাওনা। কি সেটা, চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী মিঠাই। একের পর এক চমক, আর হল্লাপার্টির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। যদিও বর্তমানে মনোহরা ছাড়তে হবে বলে মন খারাপ সকলের। রুদ্র, রাতুলদের বাড়িতেও আশ্রয় নিতে নারাজ তাঁরা। এমত অবস্থায় কম খরচে বাড়ি ভাড়া নিতে চলেছে তাঁরা। তবে এরই মধ্যে জি বাংলা দর্শকদের জন্য নিয়ে এসেছে একটি সুখবর। মহালয়ার দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে মহালয়া। মা সিংহবাহিনীর ভিন্ন রূপের বেশ কয়েকটিতে দেখা যাবে সকলের প্রিয় মিঠাই রানিকে।img 20220904 204919দেবীর ভিন্ন রূপের আখ্যান দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় মহালয়ার দিন ভোর পাঁচটায়। জি বাংলার তরফে দেবী ‘সিংহবাহিনী ত্রিনয়নীর’ নানা রূপের একটি ছোট অংশের ভিডিও ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে সকলের প্রিয় মিঠাই কখনও মা স্নেহময়ী কখনও বা মা কালী রূপে অবতারণ করছেন। সৌমিতৃষা ওরফে মিঠাই-র এই রূপ যেন মহালয়া দেখার আনন্দকে আরও দ্বিগুন করে দিয়েছে তাঁর অনুগামীদের কাছে।img 20220904 203046দেবীর এই রূপের একটি অংশে তাঁকে জগতের কল্যানে হাত উঁচিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছে। অপর একটি রূপে খড়গ হাতে সব পাপ অর্থাৎ জগতের সব অসূরকে বিনাশ করার রূপে দেখা গিয়েছে। তাঁর এই দু’টি রূপের সঙ্গে সাজপোশাকেও অত্যন্ত মাধুর্য্য রাখা হয়েছে।সব মিলিয়ে এবছরের মহালয়া যে সকলের মন ছুঁতে চলেছে তা বলাবাহুল্য।

google-news-icon

লেটেস্ট খবর