fbpx

ফিরছেন প্রিমিয়ার লিগে নাকি মন মজে সেরিয়াতে? দোলাচলের পাহাড়চূড়োয় রোনাল্ড

প্রিমিয়ার লিগে ফের দেখা যেতে পারে রোনাল্ডো ম্যাজিক , জল্পনায় মজেছে বিশ্ব ফুটবল মহল। জুভেন্টাসের ষ্টার স্ট্রাইকারকে কিনতে ইচ্ছুক প্রিমিয়ার লীগ দল ম্যানচেস্টার সিটি। ৩৬ বছর বয়সী রোনাল্ডোর সাথে জুভেন্টাসের চুক্তি আগামী বছর অবধি। ইতিমধ্যেই সিটির তরফ থেকে সবুজ সংকেত দেখা গিয়েছে। দুই বছরের চুক্তি সহ ১২.৮ মিলিয়ন পাউন্ড প্রতি সিজনে দেয়ার কথা হচ্ছে। যদিও ইতালীয় ক্লাব এর থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তথ্যসূত্রে জানা গেছে যে জুভেন্টাস ট্রান্সফার ফী সমেত ২১.৪ মিলিয়ন পাউন্ডের দাবি জানিয়েছে।

ইতিমধ্যে, ২০২১ ট্রান্সফার উইন্ডোতে ইংল্যান্ড ফুটবল তারকা জ্যাক গ্রেয়ালিশ কে ১০০ মিলিয়ন পাউন্ডের বদলে আস্টন ভিলা থেকে দোলে টেনেছে সিটি , কোচ পেপ গুয়ার্দিওলার অনুযায়ী এইবার একজন অভিজ্ঞ স্ট্রাইকার থাকলেই সম্পূর্ণ হবে তার দল। দুর্দান্ত মাঝমাঠ আর ঝোড়ো স্ট্রাইকারের এই যুগলবন্দীর জন্যেই রোনাল্ডো কে আনার চেষ্টা চালাচ্ছে সিটি।

খেলা,মেসি,রোনাল্ডো,ফুটবল,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,জুভেন্টাস,ম্যানচেস্টার সিটি,প্রিমিয়ার লিগ,Sports,Messi,Ronaldo,football,Cristiano Ronaldo,Serie A,Juventus,Manchester City,Premier League,transfer.,Bangla news of football,news of sports,Ronaldo back in England,Ronaldo to leave Juventus রোনাল্ডোর ইংল্যান্ড ফিরে আসা,জুভেন্টাস ছাড়ছেন রোনাল্ডো,ফুটবলের বাংলা খবর,খেলার খবর

জুভেন্টাস ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, জিওভানি গিগলির রোনাল্ডোর প্রতি মন্তব্যতে এমনিই রেগে আছেন রোনাল্ডো সমর্থকেরা। ওনার বক্তব্য অনুযায়ী রোনাল্ডোর থাকার কারণে ক্লাবের সার্বিক বিকাশে বাধা পড়ছে। বিশ্লেষকদের একাংশের মত অনুযায়ী এই মন্তব্যের জেরেই মূলত দল ছাড়তে মুখিয়ে রয়েছেন রোনাল্ডো। এরইমধ্যে জল্পনাকে আরো খানকিটা বাড়িয়ে দেন রোনাল্ডোর ম্যানেজার জর্জ মেন্ডেস, সূত্রানুসারে জুভেন্টাস কর্মকর্তা দের সাথে এক বৈঠকে খুব তাড়াতাড়িই ঠিক হবে চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও দলের কোচ মাসিমিল্লানিও আলেগ্রির অনুযায়ী, দলবদলের পূর্বাভাস সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।

খেলা,মেসি,রোনাল্ডো,ফুটবল,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,জুভেন্টাস,ম্যানচেস্টার সিটি,প্রিমিয়ার লিগ,Sports,Messi,Ronaldo,football,Cristiano Ronaldo,Serie A,Juventus,Manchester City,Premier League,transfer.,Bangla news of football,news of sports,Ronaldo back in England,Ronaldo to leave Juventus রোনাল্ডোর ইংল্যান্ড ফিরে আসা,জুভেন্টাস ছাড়ছেন রোনাল্ডো,ফুটবলের বাংলা খবর,খেলার খবর

এদিকে বিশ্বখ্যাত এই তারকাকে আগামী বছর সেরিয়া না প্রিমিয়ার লীগ, কোথায় দেখা যাবে সেই জল্পনা এখন তুঙ্গে। তবে সমর্থকদের একাংশের মতে তারা নিজেদের প্রিয় তারকাকে ফিরে পেতেন চান সেই পুরোনো মাঠে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেটেডের হয়ে ক্রিস্টিয়ানো টানা ২০০৩ থেকে ২০০৯ অব্দি মাঠে নামেন এবং এই ৬ বছরে, দলের হয়ে ২৯২ টা ম্যাচে উনি ১১৮ টি গোল করেন। সেই কিংবদন্তি খেলোয়াড়কে আবার তাদের মাঠে ফিরে পেতে উৎসুক বিশ্বব্যাপি প্রিমিয়ার লীগ সমর্থকেরা।

google-news-icon

লেটেস্ট খবর