fbpx

Ganesh Chaturthi 2022: ধর্ম যার যার, উৎসব সবার! নামের পিছনে খান রেখেও ‛গণপতি বাপ্পা’র আগমনে মেতে উঠেছেন যে তারকারা

গণেশ চতুর্থী প্রতি বছর মহা ধুমধামে উদযাপন করেন এই বলি তারকারা। দেখে নিন এই গণেশ ভক্তদের।

আজ গণেশ চতুর্থী ( Ganesh Chaturthi 2022 ) । গণপতি বাপ্পাকে নিয়েই মেতে উঠবে গোটা দেশ। আমরা সকলেই জানি যে বাংলার দুর্গা পূজার মতো মুম্বাইতেও গণেশ চতুর্থী মহা ধুমধামে বেশ কয়েকদিন ধরে উদযাপিত হয়। ইতিমধ্যেই পূজার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে সেখানে। আর গণপতি বাপ্পার আগমন নিয়ে উৎসাহিত বলিপাড়াও। গণেশ চতুর্থী উদযাপনে পিছিয়ে থাকে না কোনও বলি তারকা। প্রতিবছরই এইসব বলি তারকাদের বাড়িতে নিয়মমাফিক গণেশ পূজো হতে দেখা যায়। তাহলে জেনে নিন ইন্ডাস্ট্রির কোন কোন তারকা গণেশ ভক্ত।

সলমন খান

img 20220830 184442

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভাইজানের বাড়িতে প্রতি বছরই পালিত হয় গণেশ চতুর্থী। শুধু অভিনেতার বাড়িতেই নয়, তাঁর বোন অর্পিতার বাড়িতেও মহা ধুমধামে উদযাপিত হয় গণেশ চতুর্থী।

সারা আলি খান

img 20220830 184558

সইফ কন্যা সারা আলি খান যে অনেক বেশি দেবতা ভক্ত, তা কেদারনাথ ছবির সময়ই সকলে আন্দাজ করতে পেরেছে। সারা আলি খানও প্রতিবছর নিজের বাড়িতে ভক্তি ভরে গণেশ পুজো করেন।

শাহরুখ খান

img 20220830 184715

বলিউডের বাদশা শাহরুখ খানও প্রতি বছর মেতে ওঠেন গণেশ চতুর্থীতে। নিজের বাড়িতে মহা ধুমধামে গণপতি বাপ্পার পূজা করেন তিনি। যদিও এই কারণে বহুবার বহু কটাক্ষের শিকার হতে হয়েছে কিং খানকে। কিন্তু এসবের পরও তিনি প্রতি বছর ভক্তি ভরে গণেশ পূজা করেন।

সনু সুদ

img 20220830 184503

সাউথের জনপ্রিয় অভিনেতা সনু সুদও অনেক বেশি গণেশ ভক্ত। এই অভিনেতাকে প্রতিবারই গণেশ চতুর্থী উদযাপন করতে দেখা যায়।

শিল্পা শেট্টি

img 20220830 184532

প্রচুর গনেশ ভক্তি রয়েছে শিল্পা শেট্টির মনেও। পূর্বে বহুবার এই অভিনেত্রীকে নিজের ছেলের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনে মেতে থাকতে দেখা গিয়েছে। নিজের বাড়িতেই পূজার বড় করে আয়োজন করেন শিল্পা।

google-news-icon

লেটেস্ট খবর